নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

র,এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না: হাসনাত।

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
‘র’-এর প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ নিয়ে সরাসরি বক্তব্য দেওয়া ওই পোস্টে হাসনাত লেখেন, ‘RAW-এর স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না।’
তবে ঠিক কাকে উদ্দেশ্য করে বা কোন ঘটনা নিয়ে তিনি এ পোস্ট দিয়েছেন, সেটি  উল্লেখ করেননি হাসনাত।প্রসঙ্গত, ভারতের বহির্দেশীয় গুপ্তচর সংস্থা ‘র’। এর পূর্ণরূপ হলো ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’। ‘র’ প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালের ২১শে সেপ্টেম্বর।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সব দেশই বিদেশে তাদের দূতাবাসগুলোকে গুপ্তচরবৃত্তির কেন্দ্র হিসাবে ব্যবহার করে। ‘র’ এজেন্টদের প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে পোস্টিং দেওয়া হয়। অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয়।

অনুসন্ধানী সাংবাদিক যতীশ যাদব তাঁর বই ‘র: এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কভার্ট অপারেশনস’-এ লিখেছেন, ‘এর পিছনে কারণ হল তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে। একবার ‘র’-এ কর্মরত বিক্রম সিংকে বিশাল পণ্ডিত নাম নিয়ে মস্কো যেতে হয়েছিল। তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল। বিদেশে অবস্থান কালে ‘র’ কর্মকর্তাদের কারও পরিবারে যদি কোনও শিশু জন্ম নেয়, তবে তাকেও নকল পদবী দেওয়া হয়।’

আরও পড়ুন