রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে হাসুয়া দিয়ে কুপিয়ে রকি হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি মো. রবিউল ইসলাম ওরফে রুবেলকে(৩৫) রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
এর আগে শনিবার (১৭ মে) র্যাব-৫, সিপিএসসি এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় পরিচালিত এই অভিযানে রবিউলের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ১ এপ্রিল নিহত কাউসার আহমেদ রকি(২৫), পেশায় একজন অটোচালক, গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামে নিজ দাদিকে দেখতে যান। সেখানে পূর্ব বিরোধের জের ধরে আসামি রবিউলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল তার বাড়ি থেকে ধারালো হাসুয়া এনে রকির ডান পায়ের উরুতে কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় রকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর রকির মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকাণ্ড গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী সংবাদমাধ্যমে আলোচিত হয়।
ঘটনার পর থেকেই আসামি রবিউল আত্মগোপনে চলে যায়। র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় তার গতিবিধি পর্যবেক্ষণ করে। দীর্ঘদিন নজরদারির পর, ১৭ মে বিকাল ৫টার দিকে ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।