আমারদেশ ২৪ ডেস্কঃ
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
পবিত্র মাহে রমজান শুরুর পর প্রথম সাপ্তাহিক বন্ধের দিন আজ। ছুটির এই দিনে অনেকেই বাধ্য হয়েই ছুটতে পারেন বাজার করতে।
সেসব পাঠকদের জন্য রাজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিনে ঘুরে সবজির দরদামের চিত্র তুলে ধরা হলো:বাজারভেদে আজ খুচরা পর্যায়ে প্রতি কেজি শসা ৪০ টাকা, ঝিঙা ৬০ টাকা, করলা ১২০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, পটল ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ফুল কপি প্রতি পিস ৪০ টাকা, বাধাকপি ৩০, গাজর প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, ঢেঁড়স কেজি প্রতি ১০০ টাকা, শিম ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ২০ টাকায় বিক্রি হচ্ছে।
আজকে জালি কুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
ইফতারের স্বাদ বাড়ানোর জন্য জরুরি কাঁচামরিচ প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, ভালো লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকা এবং ধনেপাতা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে, বেগুনির বেগুন ১০০ টাকা থেকে নেমে আজ বাজারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে।