নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রমজানে প্রতিদিন ৬০ টিম বাজার তদারকি করবে।

নিউজ ডেক্স।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করা হবে জানিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, প্রতিদিন প্রায় ৬০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
গতকাল বৃহস্পতিবার  দুপুরে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার তিনি তা জানান।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল ও খেজুরসহ ইত্যাদি) মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান।
মহাপরিচালক বলেন, আসন্ন রমজান উপলক্ষ্যে খেজুর, মশলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্যসমূহ নিয়ে তেমন কোনো উদ্বেগের কারণ নেই বলে সভার আলোচনায় সবাই একমত পোষণ করেন।
তিনটি পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক  রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাদাভাবে সভার আয়োজন করা হবে। ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি সভা আয়োজন করা হবে বলে তিনি জানান।
মহাপরিচালক জানান, বর্তমানে সারাদেশে প্রতিদিন অধিদপ্তরের প্রায় ৩০টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। আসন্ন রমজানে তদারকি টিমের সংখ্যা দ্বিগুণ করে প্রতিদিন প্রায় ৬০টি টিম কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা করা, ব্যাংকিং সাপোর্ট প্রদানসহ অন্যান্য সহযোগিতা অব্যাহত রেখেছে।
পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করার পাশাপাশি চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় রাখতে সভায় উপস্থিত ব্যবসায়ীসহ সবাই একমত পোষণ করেন। এক্ষেত্রে তিনি ব্যবসায়ীর পাশাপাশি ভোক্তা-সাধারণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন