নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রাণ গেল যুবকের।

 সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর পল্লবীতে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশা থেকে পড়ে মোহাম্মদ জনি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান পদে চাকরি করতেন। আজ রোববার সন্ধ্যার দিকে পল্লবী থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতের চাচাতো বড় ভাই জিহাদ বলেন, তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, জনি মিরপুর-১২ নম্বর সেকশনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকে তার এক সহকর্মী সাথে বন্ধুর ব্যাটারিচালিত অটোরিকশায় করে বের হয়। অটোরিকশাটি পল্লবী থানার রোড এলাকায় যাওয়ার সময়ে চলন্ত অবস্থা থেকে দাঁড়ানোর পর অসাবধানতাবসত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার দুলাল মিয়ার ছেলে জনি। তিনি মিরপুর-১২ সেকশনের ডি ব্লকের, ১০ নম্বর রোড থাকতেন। তিনি ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। দেড় বছর আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী শরিফা সুলতানা গ্রামের বাড়ি থাকেন।

মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

 

আরও পড়ুন