নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রানা প্লাজা ধসের এখনো মেলেনি বিচার।

আমারদেশ২৪ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসের এক যুগ পুর্তি হলেও এখনো যথাযথ ক্ষতিপূরণ এবং সুচিকিৎসা পায়নি আহত, নিহত ও নিখোঁজের স্বজনরা। অর্থাভাবে এবং পর্যাপ্ত চিকিৎসার অভাবে এখনো আহত শ্রমিকরা অনাহারে, অর্ধাহারে জীবন পার করছে। নিহত ও নিখোঁজ পরিবারের স্বজনরা প্রয়োজনীয় সহায়তা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় ভবন ও কারখানা মালিকদের আজও বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্থ শ্রমিকরা।
আহত-নিহত ও নিখোঁজের স্বজনরা জানায়, রানা প্লাজা ধসের এক যুগ পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত কারও বিচার হয়নি। পর্যাপ্ত ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তাও দেওয়া হচ্ছে না ভুক্তভোগীদের। আমরা চাই, দ্রুত দোসীদের বিচারের আওতায় আনা হোকে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ রানা প্লাজার স্থানে মার্কেট অবথা বাসস্থান নির্মাণ করে ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের পুনর্বাসন হোক।
রানা প্লাজা ভবনের ধ্বংসস্তুপে ২ দিন আটকে থাকা নারী শ্রমিক জেসমিন বলেন, ধ্বংসস্তুপের মাঝে দুই দিন আটকা ছিলাম, বাঁচার কোনো আশা ছিল না। একজন অচেনা মানুষ আমাকে বাঁচিয়েছিলেন। বাঁচার চরম ইচ্ছা এবং সন্তানকে দেখার ইচ্ছা ছাড়া কোনো কিছু তখন মাথায় আসেনি। কিন্তু ১২ বছর ধরে শরীর এবং মনে সেই দুঃসহ স্মৃতির ক্ষত বয়ে বেড়ালেও এখনো দোষীদের শাস্তি হয়নি। মরার আগে দোষীদের শাস্তি দেখে যেতে পারলে মরেও একটু শান্তি পেতাম।

আরও পড়ুন