নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপির মির্জা আব্বাস বলেন, ‘শুধু অবৈধ টাকা লুটকারী ব্যবসায়ী না, সচিবালয়ে খোঁজ নেন আওয়ামীলীগ। ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত। এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। পাকিস্তানে ট্রেন থেকে ১৫৫ যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৭ জঙ্গি। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা। খালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে। চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪। নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানাল হাইকোর্ট।

রূপগঞ্জে জোড়াখুনের মামলার প্রধান আসামি গ্রেফতার।

 নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার ১২ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি জুনায়েদ হোসেনকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার  র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের যৌথ টিম ফরিদপুর জেলার নগরকান্দা থানার রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জুনায়েদ রূপগঞ্জের তারাব উত্তরপাড়ার বাসিন্দা। সে রূপগঞ্জের বহুল আলোচিত রাশেদুল ইসলাম ও হৃদয় হত্যা মামলার প্রধান আসামি। র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‍্যাব জানায়, গত ৪ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় শিমুল গ্রুপ ও শ্রাবণ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। উভয় গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এসময় শিমুল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের হৃদয় ও রাশেদুলকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ ফেব্রুয়ারি রাশেদুল ইসলাম ও হৃদয় মারা যান।

নিহত কিশোর রাশেদুল ইসলাম (১৮) তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে এবং হৃদয় (২০) রাজু মিয়ার ছেলে। ওই ঘটনায় নিহত হৃদয়ের চাচা মো. তৌহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।গ্রেফতারে সক্ষম হয় র‍্যাবের যৌথ আভিযানিক দলটি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেফতার জুনায়েদকে রূপগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

 

আরও পড়ুন