নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

আমারদেশ২৪ ডেস্কঃ

বৃহস্পতিবার ০৩এপ্রিল ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে রোহিঙ্গাদের জন্য ১৭ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। এই খাদ্য সহায়তা ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে এসব বিতরণ করা হবে।

আমেরিকান কৃষকদের উৎপাদিত এই খাদ্য সহায়তা ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে জরুরি খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে সরবরাহ করা হবে। গতকাল বুধবার (২ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অবদান ধারাবাহিকভাবে চলমান রয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানোর জন্য অন্যান্য দাতা এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা করতে উৎসাহিত করেছে।  মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, তারা অতিরিক্ত সংস্থান সরবরাহ করে রোহিঙ্গাদের জন্য আরও সহায়তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

 

আরও পড়ুন