নিউজ ডেস্কঃ
শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
লক্ষ্মীপুরে এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে আজাদ নামের ৫০ ঊর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটা দিকে ওই এলাকার একটি দর্জি দোকানে শিশুটিকে যৌন নিপীড়ন করেন অভিযুক্ত। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাত ১২ টার দিকে আজাদকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, মক্তব থেকে বাড়ি ফেরার পথে দর্জি আজাদ শিশুটিকে কৌশলে তার দোকানে ডেকে নেয়। এক পর্যায়ে শিশুটির স্পর্শকাতর বিভিন্ন স্থানে স্পর্শ করে তাকে যৌন হয়রানি করে অভিযুক্ত। পরে ভুক্তভোগী বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এমন আচরণের কারণ জানতে চাইলে অভিযুক্ত আজাদ শিশুটির মায়ের সাথেও খারাপ আচরণ করেন এবং কেচি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে আজাদকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।