নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার। ২

নিজস্ব প্রতিবেদকঃ

 বুধবার , ১২ মার্চ, ২০২৫

পার্বত্য জেলার বান্দরবানের লামায় মিরিঞ্জায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালীও এগেইন নামক ২টি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন।

আজ বুধবার ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেফতার করে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেমের (বোবা) ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়।

সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে ৪দিন রেখে ৬ জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন।

প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় এসে পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় ৪ জনকে এজাহার নামীয় ও ২জনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করে।

মামলার অন্য আসামিরা হল, লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২ জনকে আসামি করা হয়েছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা এগেইন দুইটি রিসোর্টেই স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জন গণধর্ষণ করেছে। ২জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

আরও পড়ুন