নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৩ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শেষ।

আমারদেশ২৪ ডেস্ক:

বৃহস্পতিবার ০৮ মে ২০২৫

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজী মো, দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ৩ দিনব্যাপী ভর্তি পরীক্ষা শে হয়েছে। শেষ দিনে আজ সকাল ৯.৩০ টা থেকে তিনটি শিফটে ‘সি’ (বিজনেস স্টাডিজ) ও ‘ডি’ (সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির  ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সফলভাবে শেষ হলো। নিজস্ব ব্যবস্থাপনায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো উত্তরবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেয়া তথা এই এলাকার সার্বিক উন্নয়ন ঘটানো। সরকার কর্তৃক এই বিশ্ববিদ্যালয়কে দিনাজপুরে প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্যও এটি। তিনি বলেন, এবারের পরীক্ষা কতটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তা আপনারা নিজেরাই ঘুরে ঘুরে দেখেছেন।

এরপর তিনি পরীক্ষা কেন্দ্রের  বাহিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং হাবিপ্রবি পরিবারের সকলের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

উলে­খ্য, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ৫২০ টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২২ হাজার ৮৯৪ জন এবং আজকের পরীক্ষায় উপস্থিতির হার ‘সি’ ইউনিটে শতকরা প্রায় ৮২.০৭ ভাগ ও ‘ডি’ ইউনিটে শতকরা প্রায় ৮০.৩১ ভাগ। এবারের ভর্তি পরীক্ষায় ১৭৯৫ টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আবেদন করে।

 

আরও পড়ুন