নিজস্ব প্রতিবেদক:
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের জেরে ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ।
এর আগে মঙ্গলবার দুপুরে সংঘর্ষের পরপরই কলেজ প্রশাসনের পক্ষ থেকে বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক, অনার্স এবং মাস্টার্স স্তরের সব ক্লাস ২ দিন বন্ধ থাকবে। তবে অনার্স ও মাস্টার্স পর্যায়ের পূর্ব নির্ধারিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
সংঘর্ষের সূত্রপাত ঘটে মঙ্গলবার দুপুর ১২টার দিকে, যখন একজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায়, যা পরিণত হয় এক রকম রণক্ষেত্রে।
সেখানে দেখা যায়, সিটি কলেজের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কলেজটি ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন সায়েন্সল্যাব মোড়ে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং নীলক্ষেত থেকে সায়েন্সল্যাবমুখী রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট।