অভিনেতা শাহেদ শরীফ খান। ঈদে একাধিক নাটকের পাশাপাশি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন করছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
কেমন কেটেছে ঈদ,
সৃষ্টিকর্তার অসিম কৃপায় ভালো কেটেছে ঈদ। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেছি। তবে আনন্দের আড়ালে বাবার অনুপস্থিতি আমাকে কাঁদিয়েছে। তিনি ছিলেন আমার প্রিয় মানুষ। প্রতি ঈদেই বাবাকে খুব মিস করি। বিষণ্ন মন নিয়ে মা, স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করি।
নিশ্চয়ই ঈদ সালামির মুখোমুখি হয়েছেন,
তা তো বটেই। এখন ঈদ সালামি পাওয়ার চেয়ে দেওয়ার পরিমাণটা অনেক বেশি। আগে আমরা ঈদে পেতাম ১০-২০ টাকা। এখন দিতে হয় ৫০০ থেকে হাজার টাকা। সবমিলিয়ে অনেক টাকা গুনতে হয়েছে। পকেট থেকে টাকা গেলেও এর মধ্যে আনন্দ আছে। এটি ঈদের পুরোনো রীতি।
ঈদের কাজে ব্যস্ততা কেমন ছিল,
ঈদের জন্য দুটি নাটকে অভিনয় করেছিলাম। ইতিমধ্যে ঈদ আয়োজনে চ্যানেল আইতে প্রচারিত হয়েছে ‘সামনে সমুদ্র’। এতে আমার সহশিল্পী তানজিকা আমিন। বিটিভির জন্য ‘সেক্রিফাইস’ নামে আরেকটি নাটকে কাজ করেছিলাম। এ ছাড়া ঈদের আনন্দ মেলায় পারফর্ম করেছিলাম। অন্যদিকে প্রেক্ষাগৃহে আমার অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি পেয়েছে।
সিনেমাটি তিন দিনের মাথায় নামিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য কি,
সিনেমাটির গল্প, শিল্পী, পরিচালক ও বাজেট সবকিছুই ভালো ছিল। ছবির গল্প, অভিনয় অবশ্যই দর্শককে মুগ্ধ করবে। অনেক যত্ন নিয়ে ওয়াজেদ আলী সুমন সিনেমাটি পরিচালনা করেছেন। প্রধান ২ চরিত্রে শাকিব খানের সঙ্গে কলকাতার দর্শনা বনিককে নিয়ে কাজ করেছেন। যেখানে শাকিব খানের ছবি হিট হওয়ার কথা সেখানে তিন দিনের মাথায় তার ছবি হল থেকে নেমে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। ছবির প্রচারণা একবারেই ভালো ছিল না। মার্কেটিং প্ল্যান দুর্বল থাকায় ছবিটির এই পরিণতি হয়েছে। এক আঙুল দিয়ে ভাত খাওয়া যায় না, সেটি ভুলে গেছেন পরিচালক। পোস্টার, টিজার সবখানেই শুধু শাকিব খানকে ব্যবহার করা হয়েছে। যেখানে অন্য শিল্পীদের অনুপস্থিতির বিষয়টি দর্শককের আগ্রহ তৈরি করেনি। ‘অন্তরাত্মা’ ছবির মুক্তির ফলাফলে বোঝা যাচ্ছে প্রচারণা না থাকলে শাকিব খানের হিট ছবিগুলোও ফ্লপ হতো।
শুটিংয়ে কবে ফিরছেন?
১৯ এপ্রিল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। সাধারণ সম্পাদকের পদে লড়ছি। এ জন্য ঈদের নাটকও কম করা হয়েছে। একাধিক চ্যানেলে কয়েকটি ধারাবাহিক চলছে। আরও কাজের প্রস্তাব আসছে কিন্তু নির্বাচনের আগে শুটিংয়ে ফিরছি না।
নির্বাচন নিয়ে কেমন প্রত্যাশা করছেন,
অভিনয়ে ২৫ বছর পার করেছি। আমার সম্পর্কে শিল্পীদের স্বচ্ছ ধারণা আছে। শিল্পীদের স্বার্থরক্ষা, কাজের সুন্দর পরিবেশ সৃষ্টি, নিরাপত্তা, উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচন করছি। আমার বিশ্বাস শিল্পীরা আমাকে সুযোগ করে দেবেন। হার-জিত যাই হোক আমরা এক হয়ে কাজ করে যাব। শিল্পীরা সবাই এক, আমাদের মধ্যে কোনো দলাদলি নেই।