নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

সংসদ সদস্যের যোগ্যতা- সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (মাস্টার্স) করা হোক।

আমারদেশ২৪ ডেস্ক:

মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সংস্কার প্রস্তাব- বরাবরে সংসদ বিষয়ক সংস্কার কমিশন- অন্তবর্তী সরকার, সংসদ সদস্যের যোগ্যতা- সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (মাস্টার্স) করা হোক
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””‘”””””””””””’
parliament এর অর্থ হচ্ছে সংসদ, Parliament Member এর অর্থ হচ্ছে সংসদ সদস্য অথাৎ আইন প্রনেতা। স্বাধীনতা পরবর্তী দেখছি বেশিরভাগ স্বশিক্ষিত লোক কিংবা টিপ সহি দেওয়া লোকদের রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়েছে আর তারাই সংসদ সদস্য/ মন্ত্রী হয়েছেন এবং সংসদে আইন প্রনয়নের উপর বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা দেখেছি শুদ্ধভাবে আইন প্রণয়ন বিষয় উপস্হাপন করতে পারেন না, আইন প্রণয়ন সম্পর্কে যার নুন্যতম কোন ধারনাই নেই কিন্তু তারাই আইন প্রনেতা। স্বশিক্ষিত লোক কিংবা টিপ সহি দেওয়া লোক দিয়ে আইন প্রনয়ন করা যায় না। legislative আইন প্রণয়ন আইনজ্ঞের কাজ। একজন আইন প্রনেতার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কিংবা নূন্যতম মাস্টার্স করা বাঞ্ছনীয়।

১৯৬৮ সালে প্রাদেশিক সরকারের সময় ৩০০ আসন সংসদ সদস্যের মধ্যে ২৬৭ আসনে আইনজীবী এমপি ছিল। কালের বিবতর্নে আইনজীবীর স্থানে স্বশিক্ষিতদের স্থান দেওয়া হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো দিচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংস্কারের অংশ হিসেবে একজন সংসদ সদস্য অথাৎ একজন আইন প্রনেতার শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কিংবা নুন্যতম মাস্টার্স করার জন্য আমি ছাত্র জনতার পক্ষ থেকে মতামত জানাচ্ছি। ১৯৬৮ ইং সালের আদলে মেজরটি সংসদ সদস্য আইনজীবীদের মধ্যে হইতে নেওয়ার প্রস্তাব করছি।

সংসদ সদস্যের শিক্ষাগত যোগ্যতা- আইন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কিংবা নুন্যতম মাস্টার্স করে গেজেট প্রকাশ জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।

যা ইতিমধ্যে মেয়র ও চেয়ারম্যান এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে ও হাই স্কুলের ক্ষেত্রে পরিচালনা পরিষদ এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং কলেজের ক্ষেত্রে পরিচালনা পরিষদ
এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সংস্কার করা হয়েছে।

এডভোকেট এম. আনোয়ার হোসেন
আহবায়ক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটি।

 

আরও পড়ুন