নিউজ ডেক্স।
শুক্রবার ৩১ জানুয়ারি, ২০২৫
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুরস্কারের এ তথ্য জানানো হয়।
এরআগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাজ্জাদ ফেসবুক লাইভে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন। লাইভে তার হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে আইনের আওতায় আনার জন্য তার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে যে সহায়তা করবে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদদাতার সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
এর আগে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আরিফ নামের এক ওসিকে ল্যাংটা করে পেটানোর হুমকি দেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ। লাইভে বলেছিলেন, ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাবেন। প্রয়োজনে তিনি মরে যাবেন। কিন্তু হার মানবেন না।
পুলিশ কমিশনারকে উদ্দেশ করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়। হুমকির পর এর আগে মঙ্গলবার রাতেই ঘটনায় জিডি করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ
নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে সাজ্জাদের বিরুদ্ধে। সর্বশেষ গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালায় সে। গুলিতে পুলিশের ২ সদস্যসহ মোট ৪ জন গুলিবিদ্ধ হয়। এরপর একাধিকবার অভিযান চালানো হলেও ধরা পড়েনি।