নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সারা পৃথিবীর জন্য শিবিরকে রহমত হয়ে উঠতে হবে।

আমারদেশ২৪ ডেস্কঃ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের লড়াই ছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম স্পিরি। আর এটি এসেছে ইসলাম থেকে। জুলাই স্পিরিট ধারণ করে আল্লাহর দেওয়া বিধান কোরআন, সুন্নাহ ও রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। ইসলামী ছাত্র শিবিরকে সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শহর শিবির আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম বলেন, ঈদের আনন্দ মূলত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়েই শুরু হয়েছে। সেদিন এ দেশের মানুষের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে, সেটি রাজপথ থেকে প্রত্যেক জায়গার সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে। গণভবন মুক্ত হওয়ার পর মানুষ সেজদায় গিয়েও মহান আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে আনন্দ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে অনেকে শুধু ঈদ উদযাপন করতে পারেনি এমন নয়; বরং বাবা ইন্তেকাল করেছে কিন্তু সন্তান জানাজায় উপস্থিত হতে পারবেন কি পারবেন না—এমন শঙ্কা দেখা দিতো। অনেক ভাই জানাজায় উপস্থিত হতে পারেনি।

শিবির সভাপতি বলেন, বিগত সময়গুলোর তুলনায় এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম। আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, যে পরিবেশে ঈদ উদযাপন করেছি, এটি হঠাৎ করে হয়নি। এসবের পেছনে অনেক রক্ত, ঘাম ও শ্রম রয়েছে। অনেক জীবন আল্লাহ তায়লার কাছে চলে যাওয়ার ইতিহাস রয়েছে।

ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, মাদরাসাবিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অ্যাডভোকেট এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান প্রমুখ।

আরও পড়ুন