নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সুপ্রিম কোর্ট বার সভাপতির ভোজে অংশ নিলেন সেনাপ্রধান।

নিউজ ডেস্কঃ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
facebook sharing button
এর আগে বৃহস্পতিবার  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মাঠে ‘প্রেসিডেন্ট লাঞ্চ’ নামে এই ভোজ অনুষ্ঠিত হয়।
ভোজে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ সুপ্রিম কোর্টের কয়েক হাজার আইনজীবী অংশগ্রহণ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আগত অতিথিদের স্বাগত জানান।
এদিকে সভাপতির ভোজে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস অংশ নেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ঐতিহ্য অনুযায়ী বর্তমান সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এই ভোজের আয়োজন করেন।

আরও পড়ুন