আমারদেশ২৪ ডেস্ক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এ মুহূর্তের সুযোগগুলো কাজে লাগাতে চায় ঢাকা-বেইজিং। পাশাপাশি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূ-রাজনীতির সুযোগগুলোও হাতছাড়া করতে চায় না উভয় পক্ষ। বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাংলাদেশ-চীন সম্পর্ক আরও নিবিড় হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রত্যাশীদের চাহিদা বাড়লে কুনমিং শহরে বাংলাদেশিদের চিকিৎসার জন্য আরও হাসপাতাল বরাদ্দ করবে চীন। ২ পক্ষের মধ্যে বাণিজ্য বেগবান করতে শিগগির চট্টগ্রাম-কুনমিং সরাসরি আকাশপথে যোগাযোগ চালু হবে। ভবিষ্যতে চট্টগ্রাম-কায়ুকফায়ু-কুনমিংয়ের সঙ্গে সমুদ্রপথের যোগাযোগও চালু হতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয় এক বার্তায় জানিয়েছে, সর্বশেষ চীন সফরের আউটকাম নিয়ে গত রোববার পর্যালোচনা বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মু, ইউনূস। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাষ্ট্রদূত মো. খলিলুর রহমান, বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সর্বশেষ চীন সফরের ভিত্তিতে সামনের দিনে দুই পক্ষের সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতি গুরুত্ব পায় এবং উভয় পক্ষই চীন সফরে নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর প্রতিশ্রুতি ব্যক্ত করে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, চীন সফরে আমরা যেসব পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়ন করা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আমরা নিশ্চিত হওয়া বিষয়গুলোর সুযোগ হারাতে চাই না।