নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা।

 নিউজ ডেস্কঃ
বুধবার, ১২ মার্চ, ২০২৫

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। তবে পাঁচ দফার সবগুলো দফা মেনে না নেওয়া পর্যন্ত স্বাস্থ্যসেবায় ফিরে না যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।আজ বুধবার দুপুরে হাইকোর্টের রায় পরবর্তী প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত চিকিৎসকরা এ কথা বলেন।

তাদের দাবি, চিকিৎসকদের প্রতিটি দাবিই যৌক্তিক এবং বাস্তবসম্মত। তারা এখন ডাক্তার না লিখলেও স্বাধীনভাবে আগের মতোই প্রাইভেট প্র্যাকটিস করে যাবে। এটি আমরা মেনে নেব না।এরপর চিকিৎসকরা বাকী ৪ দফা দাবির বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। দাবিগুলো না আদায় পর্যন্ত হাল না ছাড়ার ঘোষণা দেন চিকিৎসকরা। তবে তাদের এই পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর তারা রাস্তায় বসে পড়েন।

ডা. সাইদুল ইসলাম নামে আন্দোলনকারী চিকিৎসকদের একজন গণমাধ্যমকে বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছি। কিন্তু পুলিশ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে। আজকে যদি চিকিৎসকদের সঙ্গে খারাপ কিছু হয়, এর দায়ভার ডা. সাইদুর রহমান এবং স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ কর্মসূচিতে চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা যোগ দেন।

 

আরও পড়ুন