নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হামাসের জিম্মি হয়ে নিরাপদ থাকলেও দেশে ফিরে ধর্ষণের শিকার ইসরায়েলি তরুণী।

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার ০৩ মে ২০২৫

তেল আবিবের এক সুপরিচিত ফিটনেস প্রশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সম্প্রতি প্রকাশ্যে এসেছেন হামাসের প্রাক্তন জিম্মি ও ইসরায়েলি তরুণী মিয়া শেম। এর আগে বৃহস্পতিবার (১ মে) ইসরায়েলের চ্যানেল ১২-তে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, ‘আমি আর চুপ থাকতে পারছি না, চারপাশ অন্ধকার মনে হচ্ছে।’

জেরুজালেম পোস্ট জানায়, প্রায় ছয় সপ্তাহ আগে উত্তর তেল আবিবে অভিযুক্ত প্রশিক্ষকের দ্বারা যৌন নিপীড়নের শিকার হন মিয়া শেম। তিনি অভিযোগ করেন, পূর্বপরিচিত হওয়ায় এক বন্ধুর পরামর্শে অভিযুক্তকে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন—তবে সেটি কোনো ফিটনেস সেশন ছিল না। বাসায় উপস্থিতির সময়ই ঘটে ভয়ঙ্কর ওই ঘটনা।

পুলিশের কাছে মিয়া জানান, ঘটনার সময় তিনি বিক্ষিপ্ত অনুভব করছিলেন, সব মনে পড়ছিল না, তবে শরীরে তিনটি দৃশ্যমান চিহ্ন এবং দুটি মেডিক্যাল রিপোর্ট তার বক্তব্য সমর্থন করে।

তদন্তে অভিযুক্ত প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে স্বীকার করেন, তিনি বেডরুমে ঢুকেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি একজন ভালো মানুষ, আমার পরিবার আছে।

পুলিশ জানায়, প্রমাণের অভাবে তাকে প্রাথমিকভাবে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্ত চলছে এবং অভিযোগকারীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে আরও একটি যুবতী অভিযুক্তের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ করেছেন বলে ইয়ানেটের প্রতিবেদনে বলা হয়েছে।

 

আরও পড়ুন