নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হালদাভ্যালী চা-বাগানে অবৈধভাবে মিনিটে ১২০০ লিটার পানি উত্তোলন বন্ধ।

 আমারদেশ ২৪ ডেস্ক:
শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদাভ্যালী চা-বাগানে অবৈধভাবে মিনিটে ১২০০ লিটার পানি তোলা হচ্ছিল। চা-বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া বারোমাসিয়া খালের গতিপথ পরিবর্তন করে চা-বাগান কর্তৃপক্ষ অবৈধভাবে এ কাজ করে আসছিল।

গতকাল শুক্রবার  দুপুরে ওই চা-বাগানের কলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ৪টি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশনও বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদার, ভুজপুর থানার পুলিশ ও স্থানীয় উপকারভোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বারোমাসিয়া খাল থেকে দিক পরিবর্তন করে একতরফা পানির কল দিয়ে মিনিটে প্রায় ১২০০ লিটার পানি উত্তোলন করছিল চা-বাগান কর্তৃপক্ষ। এতে এলাকার প্রায় ৫০০ একর বোরো ফসলের ক্ষতি করা হয়েছে। ফলে এই চা-বাগানের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পয়েন্টে খালের উজানে পানির ডাইভারশন বন্ধ করা হয় এবং পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

 

আরও পড়ুন