নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ।

 আমারদেশ২৪ ডেস্ক:
 মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ঢাকার নবাবগঞ্জে পড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতালে সিজারের সময় এক নবজাতকের মৃত্যু অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলা ও অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে।
স্বজনেরা জানান, ১৯ জুন তারিন সিকদারের প্রসব ব্যথা উঠে। এরপর শিউলি বেগম (৪৫) নামে পড়াগ্রাম মডার্ন লাইফ হাসপাতালে কর্মরত এক নারী তারিনকে ওই হাসপাতালে ভর্তি হতে বলেন। পরে ওই দিন মধ্যরাতেই ওই হাসপাতালের ডা. মুক্তা আক্তারের তত্ত্বাবধানে তারিনকে ভর্তি করানো হয়। কিন্তু ভর্তি করানোর পর জরুরি সিজার করানোর কথা থাকলেও দুপুর পর্যন্ত বসিয়ে রাখা হয়।
তারা আরও জানান, পরে রোগীর প্রসব ব্যথা না কমায়, স্বজনরা অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথা বললে পরদিন দুপুর সাড়ে ১২টার সময় রোগীকে সি-সেকশনে নিয়ে যাওয়া হয়। পরে নবজাতক ও প্রসূতিকে অপারেশন টেবিল থেকে বের করে আনা হয়। এ সময় নবজাতকের ডান হাতের তিন নম্বর আঙ্গুল ও বাম চোখে মারাত্মক ক্ষত দেখতে পায়।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির নিজের হাতের নখে লেগে এরকম ক্ষত হয়েছে। এরপর নবজাতককে ওই হাসপাতালে পাঁচ ঘণ্টা রাখা হয়। পরে নবজাতকের শারীরিক অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকার কোনো বড় হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।

আরও পড়ুন