নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চসিক মেয়রের বৈধতা নিয়ে করা রিট খারিজ।

চট্টগ্রামের এক বাসিন্দার করা রিটের পরিপ্রেক্ষিতে বুধবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে চট্টগ্রামের সিটি মেয়র হিসেবে শাহাদাত হোসেনের দায়িত্ব চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনকে জয়ী ঘোষণা করে গত ১ অক্টোবর রায় দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক। দশ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য আদালত সরকারকে নির্দেশ দেন। পরে গত ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর চসিক মেয়র হিসেবে শপথ নেন, ড,শাহাদাত হোসেন।

সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে ৯ জনকে বিবাদী করে মামলা করেছিলেন শাহাদাত হোসেন।

আরও পড়ুন