গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভায়ও কনসার্টের নিরাপত্তার ব্যাপারে সব ধরনের প্রস্তুতির কথা জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম বারের মতো চট্টগ্রামে এ ধরনের কোন কনসার্টের আয়োজ করছে। ফলে কনসার্টকে ঘিরে তরুণদের মাঝে বেশ সাড়া পড়েছে। এখন কেবল কনসার্ট সফল হওয়ার অপেক্ষা।
গতকালের সমন্বয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদি, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, সাবেক জাতীয় ক্রিকেটার আজম ইকবাল, সিজেকেএস কাউন্সিলর মশিউল আলম স্বপন, চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাবের কর্মকর্তা এজহারুল ইসলাম, আবু মোরশেদ, সাবেক ক্রিকেটার ওয়ালিউল আবেদীন চৌধুরী শাকিলসহ বিভিন্ন স্তরের ক্রীড়া সংগঠকবৃন্দ।