নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চট্রগ্রামের পতেঙ্গাতে সোহেল নামে এক ইয়াবা পাচারকারী গ্রেপ্তার।

এম,ডি জাহাঙ্গীর আলম

৩১ ডিসেম্বর২৪

চট্রগ্রামের পতেঙ্গা মডেল থানার পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৯৩৯০ পিস ইয়াবাসহ ০১ জন আসামি গ্রেফতার I

সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদ এর সার্বিক দিক-নির্দেশনায়, জনাব সোহেল পারভেজ , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)ও  জামাল উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) দ্বয়ের তত্ত্বাবধানে, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই/ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া সংগীয় ফোর্সসহ অদ্য আজ  ৩১ মঙ্গলবার  ডিসেম্বর খ্রিঃ দুপুর ১৫:০০ ঘটিকার সময় পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ সংলগ্ন টানেলের পতেঙ্গার প্রাপ্তে টানেল হতে বাহির হওয়ার মুখে পাকা রাস্থার উপর গোপন সংবাদের ভিত্তিতে টানেল সিকিউরিটির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া টেকনাফ থেকে আসা সুজুকি এস এফ মোটরসাইকেল যাহার রেজিঃ নং কক্সবাজর ল ১২-৩২২৮ এর মধ্যে বিশেষ কৌশলের রক্ষিত ৯৩৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সোহেল (২৩) পিতাঃ মৃত আঃ জলিল মাতা: রশিদা বেগ৷  সাং দক্ষিণ গোয়ালিয়া থানাঃ রামু জেলাঃ কক্সবাজার থেকে মোটরসাইকেল ও আলামত সহ গ্রেফতার করা হয় I তাহার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন |

 

 

আরও পড়ুন