গতকাল শনিবার ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন দেশটির বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের সম্মানজনক পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন হলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলা লিওনেল মেসি।
এ ছাড়া আছেন গায়ক এবং অধিকারকর্মী বোনো, বাস্কেটবল কিংবদন্তি আরভিন ‘ম্যাজিক’ জনসন, দীর্ঘদিনের ফ্যাশন সম্পাদক আনা উইনটুর, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ও মাইকেল জে. ফক্স এবং ফ্যাশন ডিজাইনার রালফ লরেন।
প্রেসিডেন্সিয়াল মেডেল এমন ব্যক্তিদের দেওয়া হয় যারা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ বা নিরাপত্তা, বিশ্বশান্তি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামাজিক, জনকল্যাণমূলক বা ব্যক্তিগত উদ্যোগে উদাহরণযোগ্য অবদান রেখেছেন।
প্রেসিডেন্ট বাইডেন বিশ্বাস করেন, মহান নেতারা বিশ্বাস বজায় রাখেন, সবাইকে সমান সুযোগ দেন এবং সবকিছুর ঊর্ধ্বে শালীনতাকে স্থান দেন। এই ১৯ জন ব্যক্তি মহান নেতা, যারা আমেরিকা এবং বিশ্বকে আরও ভালো জায়গা বানিয়েছেন। যারা তাদের দেশ ও বিশ্বের জন্য অসাধারণ অবদান রেখেছেন।