প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গতকাল সোমবার ৬ জানুয়ারী ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ‘পুনর্গঠনের’ সময় এসেছে। পাশাপাশি বলেছেন, যদি দলের অভ্যন্তরে দ্বন্দ্বের মুখোমুখি হতে হয়, তবে তিনি আসন্ন নির্বাচনে দল ও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।
ট্রুডো ২০১৫ সালে ‘আলোকোজ্জ্বল পথের’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। সারা বিশ্বে উদার ও প্রগতিশীল রাজনীতির মানদণ্ড হিসেবে বিবেচিত ট্রুডো বলেছেন, তিনি উত্তরসূরি নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন।
গত ডিসেম্বরে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর ট্রুডোর ওপর চাপ বাড়তে থাকে। দলীয় চাপের মুখে অবশেষে তিনি পদত্যাগ করলেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে এলিয়ট ট্রুডোর পুত্র জাস্টিন ট্রুডো ২০১৫, ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে জয়ী হন। কিন্তু তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে কমতে শুরু করেছে এবং কানাডার রাজনীতিতে টানা চারবার নির্বাচনে জেতা বিরল ঘটনা।
জনসমর্থনের বিচারে ট্রুডোর লিবারেল পার্টি পিয়েরে পোলিয়েভরের কনজারভেটিভ পার্টির চেয়ে ২০ পয়েন্টের বেশি ব্যবধানে পিছিয়ে। ক্ষমতাসীন দলের পক্ষে এই ব্যবধান কমানো কঠিন।কেন পদত্যাগ করলেন ট্রুডো
ট্রুডোর জনপ্রিয়তা দীর্ঘদিন ধরেই কমছে। কোভিড-১৯ মহামারির পর পশ্চিমা বিশ্বের অনেক শাসকের মতোই উচ্চ দ্রব্যমূল্য, সুদহার বৃদ্ধি, আবাসনের সংকট এবং অভিবাসন নিয়ে জনমনে বিরাজমান দৃষ্টিভঙ্গির সঙ্গে তাঁকে লড়তে হয়েছে। বিরোধীদলীয় নেতা পোয়েলিভ সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। জনতুষ্টিবাদী ঠোঁটকাটা স্বভাবের এই দেশের অর্থনৈতিক সমস্যার জন্য সরকারকে দোষারোপ করেছেন এবং বলেছেন, ‘কার্বন ট্যাক্স বাদ দিন, বাড়ি তৈরি করুন, বাজেট ঠিক করুন, অপরাধ বন্ধ করুন।’