নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি আবাসিক নন আবাসিক মানুষের।

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি আবাসিক নন আবাসিক মানুষের
 আমার দেশ ২৪ ডেক্স
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে নগরবাসী। আর এই অবস্থা বেশকিছু দিন ধরেই চলছে।প্রতিবছর শীত এলেই মুগদা, মিরপুর, বাসাবো, রামপুরাসহ ঢাকার আশপাশের এলাকার গ্যাসের সংকট তীব্র সংকট দেখা দেয়।
কখনও ভোরে আবার কখনও গভীর রাতে গ্যাস আসে। তাও আবার স্থায়ী হয় ঘণ্টাখানেক। এজন্য প্রতিমাসে গ্যাস বিল দেওয়াসহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা।রাজধানীর কয়েকটি এলাকায় দেখা যায়, বাধ্য হয়ে ইট পাথরের দালানে মাটির চুলায় রান্না করতে হচ্ছে অনেককে। কেউ আবার নিয়েছেন সিলিন্ডার গ্যাস।
ভুক্তভোগীরা বলছেন, সারাদিন পর মধ্যরাতে গ্যাসের দেখা মেলে, তাতে পানিও গরম হয় না অনেকের। এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
রাজধানীর মিরপুরের ভাষানটেকের বাসিন্দা নাজমা বেগম। স্বামী-সন্তানের জন্য দুপুরের খাবার প্রস্তুত করতে সব আয়োজন করেছেন। কিন্তু গ্যাস সংকটে চুলা জ্বালাতে পারছেন না। অধিকাংশ সময় এমনটা হওয়ায় অলিগলির দোকান থেকে খাবার কিনে খেতে হয়। টানাটানির সংসারে এ যেন বাড়তি বিড়ম্বনা।
নাজমার মতো ভোগান্তির শিকার রাজধানীর খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, মহাখালী, উত্তরাসহ বেশির ভাগ এলাকার মানুষ।
শুধু বাসা-বাড়িতেই নয়। গ্যাস সংকটের কারণে পাম্পগুলোতেও চাপ কম। ফলে ঘণ্টার পর ঘণ্টা সময় পার হচ্ছে পাম্পগুলোতে। ভাটা পড়েছে উপার্জনে।
তিতাস কর্তৃপক্ষে বলছে, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে। এ ছাড়াও শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে। দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন