নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি গাড়ি পুড়ে ট্রাফিক জ্যাম।

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের এক অভিজাত এলাকায় দ্রুত বাড়তে থাকা একটি দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি গাড়ি পুড়ে ট্রাফিক জ্যাম তৈরি হয়েছ।

এলাকাটির ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দাবানলের কারণে সৃষ্টি হওয়া বিশাল ধোঁয়ার কুণ্ডুলি মেট্রোপলিটন শহরটির অধিকাংশ এলাকা ছেয়ে ফেলেছে। প্রথম অবস্থায় ১০ একর জায়গায় দাবানল দেখা দিলেও পরে ২ হাজার ৯০০ একর জায়গাজুড়ে এটি ছড়িয়ে পড়ে। ১৩ হাজার ভবন আগুনের হুমকির মুখে রয়েছে। ভয়াবহ দাবানলের কারণে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। বিবিসি, সিএএন ও ইউএসএটুডে।
কর্মকর্তারা জানান, উপকূলীয় সান্তা মোনিকা ও মালিবু এলাকার মাঝে অবস্থিত প্যাসিফিক প্যালিসেডস এলাকার অন্তত ২৯২১ একর পুড়ে গেছে। টানা শুষ্ক আবহাওয়ার মধ্যে জোরালো বাতাস বইতে শুরু করার পরই দাবানলের সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। এরপর দাবানল শুরু হওয়ার পর রাতে বাতাসের গতি বাড়ার সঙ্গে সঙ্গে আগুন আরও ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভয়াবহ আগুনে অনেক বাড়িঘর ও গাড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন পালিয়ে গেছে। কারণ আগুন সেখান থেকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের আকাশ ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। দাবানল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন