জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠকে বসছে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার১৬ জানুয়ারি বিকেল চারটায় প্রধান উপদেষ্টা ড, ইউনুসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়ে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তারা জানায়, বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত থাকতে পারেন বলে জানায় গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে কখন ঘোষণাপত্রটি দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেওয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।