সোমবার ২৭ জানুয়ারি ২০২৫
কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে মূল্যবান জায়গা খালি করার জন্য নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে। একেবারেই নতুন গাড়িগুলো দ্রুত নিলামশেষ করে বিক্রি করতে চান তারা।
ভালো অবস্থায় গাড়িগুলো বিক্রি হলে ক্রেতা ও সরকার উভয়ই লাভবান হবে। ভালো বিডার বা অংগ্রহণকারী পাওয়ার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছে। এর ফলে দেশের যেকোন প্রান্ত থেকে আগ্রহীরা গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবেন।বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
কাস্টমস জানায়, নিলামে অংশ নিতে আগ্রহীরা ২৭ সোমবার সকাল ৯টা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিতে পারবেন। পরদিন ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় দরপত্রের বাক্স খোলা হবে। এর মাঝে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।