নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মেহেরআটি তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক বনভোজন।

নিজস্ব প্রতিবেদকঃ২

২ শনিবার ফেব্রুয়ারি ২০২৫

আজ শনিবার ২২  ফেব্রুয়ারি চট্রগ্রামের পটিয়া মেহেরআটি তাহেরিয়া সুন্নিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক বনভোজ ও পুরষ্কার বিতরনসহ জাকজমকালো ভাবে আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ হেলাল উদ্দীন,প্রধান বক্তা জনাব মাওলানা আইয়ুব আলী তালুকদার সভাপতিত্ব করেন এড.নুর কাশেম সোহেল।

এতে উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলী আজগরসহ,এতে আরো উপস্থিতছিলেনএমদাদুলহক,সোহেল,আবুলকালাম,ইরফান,নাজিম, মাদ্রাসার পরিচালকসহ অভিভাবকবৃন্দ।

 

আরও পড়ুন