নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বেগমগঞ্জে ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

আমারদেশ২৪
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।  গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের শাহানাজ আক্তারের বাড়ির প্রধান দরজা ভেঙে অজ্ঞাতনামা ৮-১০ জনের ডাকাতদল বসতঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। তারা অস্ত্রের মুখে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, শাড়ি ও বৈদেশিক সামগ্রী লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি তিন সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন