নিউজ ডেস্কঃ
মঙ্গলবার ১৮ মার্চ২০২৫
বাবরি মসজিদ ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অবিলম্বে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে
ভারতীয় সংবাদ মাধ্যম আজটাক বাংলা ও বার্তা সংস্থা পিটিআই মঙ্গলবার জানায়, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে নতুন করে বিতর্ক শুরু করেছে উগ্র হিন্দুত্ববাদী ২ দল। ১৯৯২ সালে উত্তরপ্রদেশে মুঘল সম্রাট বাবরের নামে প্রতিষ্ঠিত বাবরি মসজিদ ধ্বংস করে দেয় বর্তমান ক্ষমতাসীন বিজেপির ছত্র-ছাত্রায় বেরে ওঠা কট্টর হিন্দু সংগঠনগুলো।
ভিএইচপি এবং বজরং দল ইতোমধ্যে সোমবার সকালে সমাধি অপসারণের দাবিতে রাজ্যব্যাপী বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সমাধিস্থলের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও মধ্য নাগপুরের বিভিন্ন এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
এই সংঘর্ষ পরে কোতোয়ালি ও গণেশপেথ এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চিতনিস পার্ক ও মহাল এলাকায় কাঁদানে গ্যাসের নিক্ষেপ করে। এ ছাড়া শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ স্থানীয় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।