নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাথ থেকে শুরু করে বড় মার্কেটগুলোতে।

 

আমারদেশ২৪ ডেস্কঃ

বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫

ঈদ কেনাকাটায় ছোট-বড় কিংবা ধনী-দরিদ্র কেউ পিছিয়ে নেই। হাতেগোনা আর মাত্র ঈদের কয়েকদিন বাকি। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাথ থেকে শুরু কর ছোট-বড় মার্কেট ও বিপণিবিতানগুলোতে। বিশেষ করে ফুটপাথগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

কারণ ঈদবাজারে অল্প দামে পছন্দের জিনিস মেলায় স্বস্তির দেখা মিলছে সীমিত আয়ের মানুষের চোখেমুখে। পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট, টি-শার্ট, ঘড়ি, শাড়ি, মানিব্যাগ ও চশমা  থেকে শুরু করে প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাওয়া যায় ফুটপাথে। ঈদে নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে নারীরা খোঁজেন ম্যাচিং জুয়েলারি। কোন জামার সঙ্গে কোন চুড়ি মিলবে তাও হাতে পরে দেখে নেন অনেকে। আবার ছেলেরা নতুন জামার সঙ্গে মিল রেখে কেউ কেউ কিনছেন প্যান্ট, শার্ট, জুতা।

আবার বাবা-মায়ের হাত ধরে পছন্দের রঙের নেইল পলিশ আর লিপস্টিক কিনতে আসে ছোট্ট সোনামনিরাও। এ ছাড়াও পরিবারের সবার জন্য কেনা শেষে কেউ কেউ নিজের জন্যও কিনতে ভিড় জমান। সাশ্রয়ীমূল্যে সবকিছু পাওয়া যায় এমন ভরসাতেই মূলত নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এসব দোকানে ভিড় জমান। তবে সেই ভরসার ফুটপাথেও সবকিছুর দাম বাড়তি বলে জানান তারা। ফলে আর্থিক টানাপোড়নে পছন্দের পোশাক কিনতে না পারায় তাদের অনেকের মুখের হাসি উধাও হতে দেখা গেছে।

আরও পড়ুন