নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টার ও বাংলাদেশ।

 

নিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫

হেডিং: লায়ন্স ব্লুমিং ও বাংলাদেশ ইয়ুথ বিগ্রেডের আশার সুতো-২.০ পর্ব সম্পন্ন।লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টার ও বাংলাদেশ য়ুথ বিগ্রেড এর যৌথ উদ্যোগে ২য় বারের মত সিগ্নেচার ইভেন্ট আশার সুতো -২.০ সমাজের সুবিধা বঞ্চিত ৫টি স্কুল ও সংগঠনের ছাত্র ছাত্রীদের মাঝে ঈদের নতুন জামা,সেমাই চিনি দুধ নুডলুস বিতরণ এবং তাদের সাথে ইফতার করা হয়।

পুরাতন স্টেশনস্থ সিদ্দিকী চেম্বার রুপটপ হল এ দিন ব্যাপী এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কোরআন তেলোয়াত ও ইসলামি গজলের পর প্রোগ্রাম চেয়ারম্যান গোলাম ইসহাক খান ও লায়ন মোঃ জিয়াউল হক সোহেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে লায়ন এডভোকেট হাসান আলী রুমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, প্রাক্তন গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন গেট লিডার চন্দন দাশ, লায়ন রাজিব সিনহা, রিজিওন চেয়ারপার্সন কনসার্ন লায়ন ইউনুস আব্বাস, রিজিওন চেয়ারপার্সন লায়ন এডভোকেট ইকবাল হোসেন এমজেএফ, প্রাক্তন লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, লায়ন আবু নাসের রনি, লায়ন পারবেজ,লায়ন খলিল উল্লা চৌধুরী সাকিব,জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন আনিসুর রহমান, লায়ন হেলাল,লায়ন আরমান রসুল, লায়ন মোঃ রেজওয়ান আদর, লায়ন শেখ আব্দুল কাদের অভি, লায়ন মোঃ ইলিয়াস,লায়ন শামীম আজাদ রুবেল, লায়ন কাশেম খান, লায়ন নাসরিন, আলী আশরাফ আজগরি,শাফিন আরশাদ,রাজু,আরাফাত,সাইফ, নিহা,রাফিসা, ওয়াহিদ,মাহমুদ,জিনান,ইমরান সহ প্রমূখ।

প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করায় মেয়র সহ সকল প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বক্তব্যে আমন্ত্রিত অতিথিগন আশার সুতো প্রোগ্রাম এর ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান জানান।

অপরাজেয় বাংলাদেশ, অনিকেত ক্লাব, বর্ণের স্কুল, কাজীর দেউরী প্রতিবন্ধী স্কুল, বরফ কলের ছাত্র ছাত্রী মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।ক্যাপশনে: আশার সুতো -২ এ মাননীয় মেয়র মহোদয়ের ছাত্রছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ।

 

 

আরও পড়ুন