আমারদেশ২৪
মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
বান্দরবানগামী এবং ৩, ৪, ৫ ও ৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী বাসগুলোর সব সিট আগাম বুকিংহয়ে গেছে।
সেন্টমার্টিন পরিবহনের ম্যানেজার আবিদুল বলেন, ২, ৩ ও ৪ ডাবল গাড়ি দিয়েও ঢাকা থেকে বান্দরবানগামী সব বাসের সিট আগাম বুকিং হয়ে গেছে।
সৌদিয়া পরিবহনের ম্যানেজার মো. মোজাম্মেল বলেন, ২ ও ৩ এপ্রিল ঢাকা থেকে বান্দরবানগামী এবং ৪, ৫ ও ৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী পরিবহনের সব সিট আগাম বুকিং হয়ে গেছে।বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও
ইম্পেরিয়াল পরিবহনের ম্যানেজার প্রান্ত দত্ত জানান, ২ এপ্রিল শতভাগ ও ৩ এপ্রিল অর্ধশত ভাগ ঢাকাগামী গাড়ির আসন আগাম বুকিং হলেও ৩, ৪, ৫ ও ৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী তাদের সব গাড়ির আসন আগাম বুকিং হয়ে গেছে।
বান্দরবানের ঢাকা পরিবহন সমিতির সভাপতি কামাল পাশা জানান, ২-৪ এপ্রিল ঢাকা থেকে বান্দরবান এবং ৩-৬ এপ্রিল বান্দরবান থেকে ঢাকাগামী সব পরিবহনের আসন আগাম বুকড হয়ে গেছে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে সুযোগ থাকলে পরিবহনের সংখ্যা বাড়াতে পারেন বলে জানান তিনি।
বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জানান, ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটির কারণে পর্যটকদের ভালো সাড়া পাচ্ছেন। এরইমধ্যে ২-৪ এপ্রিল জেলার অধিকাংশ কটেজগুলো শতভাগ ও আবাসিক হোটেলগুলোতে ৮০ থেকে ১০০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বাকি দিনগুলোতে অন্যগুলিও শতভাগ বুকিং পাবেন বলে প্রত্যাশা করছেন তিনি। এছাড়া পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের অতিরিক্ত পেট্রোল দল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি পর্যটন কেন্দ্রে পোশাকে ও সাধারণ পোশাকে পুলিশ সদস্যরা কাজ করবে।