বিনোদন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
অভিয়ের পাশাপাশি নানা সময় খবরের শিরোনাম হন ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান। গেল বছর নিজের ব্যক্তিজীবন নিয়ে নানা বিরূপ অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছেন অভিনেত্রী।
এরপর থেকে প্রেম-ভালোবাসা নিয়ে ভয়ভীতির কথাই বলে আসছেন অভিনেত্রী। জীবনের সবটা দিয়ে যাকে অনেক বিশ্বাস করে ভালোবেসে ছিলেন অভিনেত্রী, সেই মানুষটিই তাকে ঠকিয়েছেন। একবার সুযোগও দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে ফের তাকে ঠকানো হয় বলেও দাবি অহনার।
তবে তিনি যেখানেই যান সবাই একটা কথাই জানতে চান, অভিনেত্রী বিয়ে করছেন কবে। অহনা বলেন, সালমান খানকে মনে হয় যেমন জিজ্ঞাসা করা হয়, আমাকেও এই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হয়। আর আমার বিয়ে নিয়ে সবার এত চিন্তা। আমি বলেছি, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি! অভিনেত্রী বলেন, আমার এখন বিয়ে করার মতো মন নেই,তাই বিয়ে করছি না।
বিয়ের ওপরে আমার একটা ভয় কাজ করে, একটা ট্রমা কাজ করে। সব মিলিয়ে বিয়ের প্রশ্নে বিরক্ত আমি। বিয়ে নিয়ে বিরক্ত প্রকাশ করলেও অভিনয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন অহনা।