নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

রাউজানে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাউজান উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. পারভেজ ও মো. সাকিব নামের ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধার পাড়া গ্রামের মৃত মো. হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মাদক কারবারিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাউজান থানা পুলিশ। এ সময় পারভেজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সাকিবের কাছ থেকে একটি রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এসব অস্ত্র ব্যবহার করে তারা মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন