নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিচারপ্রার্থী মানুষের কল্যাণে, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার। হয়রানিমূলক মামলা-গ্রেপ্তার ঠেকাতে ফৌজদারি কার্যবিধি সংশোধনের অধ্যাদেশ জারি। অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শেখ হাসিনার কন্যাকে। মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা।। ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন। বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। নিউইয়র্কে বাঙালিয়ানা—কনস্যুলেটের আয়োজনে বাংলা নববর্ষ ও রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন। সংসদ নির্বাচনে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে : বিজিবি মহাপরিচালক। ইতিহাসের বিশেষ ১টি সময় অতিবাহিত করছি: জামায়াত সেক্রেটারি।

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭ রাজনৈতিক দলের আবেদন।

 

আমারদেশ২৪ নিউজ।
সোমবার, ২৩ জুন, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার অন্তত ১৪৭টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে ডেসপ্যাচ থেকে তথ্য একীভূত করা হলে ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানাবে, কতটি দল নিবন্ধনের আবেদন করেছে।

এদিকে, নিবন্ধনের আবেদনের শেষ দিনে- রোববার- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশসহ (জেপিবি) বেশ কয়েকটি দল ইসিতে আবেদন জমা দিয়েছে।
আবেদন জমা দিয়ে সাংবাদিকদের কাছে প্রতীক ও দলের নাম উল্লেখ করে দলগুলোর নেতারা দাবি করছেন, ইসির সব ধরনের শর্ত পূরণ করেই নিবন্ধন আবেদন করা হয়েছে। তাদের দল নিবন্ধন পাবে বলে তারা আশাবাদী।
নির্বাচন ভবনে আবেদন জমা দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বলেছি, আমরা সকল শর্তাবলি এবং সকল আইন পর্যালোচনা করেই আবেদনটি করেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। প্রত্যাশা করব যে, উনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাঁদের কার্যক্রম সম্পাদন করবেন। সেক্ষেত্রে এনসিপি যেন কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়-এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশাবাদী, দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাবে এবং নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।
আবেদন জমা দিয়ে জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে, সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু ধারা সংস্কারের প্রস্তাব অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাব।
এবারের নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ আগ্রহী দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বান করা হয়। ২০ এপ্রিলের মধ্যে আবেদন করে ৬৫টি নতুন রাজনৈতিক দল। তবে অনেকের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধন আবেদনের সময়সীমা দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। বর্ধিত সেই সময় শেষ হয় আজ রোববার।

আরও পড়ুন