
Editor: MD Jahangir Alam
Legal Advisor: Advocate Yunus Bhuiyan Rokon
Bangladesh Supreme Court (High Court Division)
প্রধান সম্পাদক: মঈন উদ্দীন কাদেরী শওকত
(প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা, ০১৮১৯৩৮৭১৫৮)
ব্যবস্থাপনা পরিচালক : এমডি. মেজবাহ উদ্দিন চৌধুরী
নির্বাহী সম্পাদক : মোঃ হুমায়ন কবির
ঢাকা অফিসঃ ৪৩ ড্রিম স্কাই, আগারগাঁও, পাসপোর্ট অফিসের বিপরীতে, ঢাকা।
সম্পাদক : এম ডি জাহাঙ্গীর আলম
আইন উপদেষ্টা : এডভোকেট ইউনুছ ভূইয়া রোকন
বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট ডিভিশন)
বঙ্গবন্ধু ভবন, ৩য় তলা, ৮ নং সিডিএ বি/এ, মোমিন রোড, কোতোয়ালি – ৪০০০, চট্টগ্রাম
Email : [email protected]
বঙ্গবন্ধু ভবন, ৩য় তলা, ৮নং সিডিএ বা/এ, মোমিন রোড, কোতোয়ালী – ৪০০০, চট্টগ্রাম
মোবাইল নং : XXXXXXX697
ইমেইল : [email protected]
বন্যার্তদের উদ্ধারে হেলিকপ্টার ভাড়া নেবেন ইরফান সাজ্জাদ
ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের নয়টি জেলা। এরই মধ্যে ভেঙে গেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ ডুবছে। বিশেষ করে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনী।
এই জেলার তিনটি উপজেলার সঙ্গে ইতোমধ্যেই সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিডবোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। যার ফলে উদ্ধারের একমাত্র বিকল্প এখন হেলিকপ্টার।
এমন এক পরিস্থিতিতে বন্যার্তদের উদ্ধারে এগিয়ে এসেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি জানিয়েছেন, উদ্ধারকারীদের হেলিকপ্টার ভাড়া করে দিতে রাজি। তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো রেসকিউ টিম। যারা বন্যার্তদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে।
বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, দক্ষ কোনো রেসকিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে? হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই।
সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে দক্ষ রেসকিউ টিম খোঁজ করার কারণও জানান ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, হেলিকপ্টার ব্যবহার করে এমন আবহাওয়াতে উদ্ধারে যাওয়া সহজ কাজ নয়। এজন্য দক্ষ টিম প্রয়োজন।
এদিকে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে।
মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর ক্ষয়ক্ষতির তথ্যে জানানো হয়েছে, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। ৪৩ উপজেলা বন্যায় প্লাবিত।
৬ জেলায় মোট এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন।
আরও পড়ুন
আছিয়া হত্যা মামলার রায় ১৭ মে।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ডলার গ্রেফতার।
জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে যে প্রশ্ন প্রধান বিচারপতি।
পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত।
মমতাজের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
তীব্র গরমে রোগ বেড়েছে কয়েকগুণ, ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা।