নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ফেনীতে ৪৭ লাখ টাকার মাদকদ্রব্য আটক।

 
আমারদেশ24.com
শনিবার১৪ ডিসেম্বর২৪
twitter sharing button

ফেনীর পরশুরাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা সমমূল্যের চোরাচালান সামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শুক্রবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পৃথক অভিযানে এসব সামগ্রী আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে জেলার পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেন্সিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দ মাদক ও চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। জব্দকৃত মালামাল শুল্ক অফিস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন