নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সঙ্গীর নাম গোপন রাখলেন রাশমিকা।

শুক্রবার ৩১জানুয়ারি, ২০২৫
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত দুই বছর ধরে রাশমিকা ও বিজয়ের মধ্যে প্রেম নিয়ে চর্চা চলছে। দুজনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা গেছে। তবে কখনোই মুখে স্বীকার করেননি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম জীবন নিয়ে কথা বলেছেন রাশমিকা। তিনি জানিয়েছেন, তার জীবনেও একজন সঙ্গী রয়েছেন। রাশমিকা বলেন, ‘নিজের বাড়ি, আমার জীবনে সবচেয়ে আনন্দের জায়গা। আমি সেখানে শান্তি খুঁজে পাই। মনে হয় শিকড়ের সঙ্গে জুড়ে আছি।’
তিনি আরও বলেন, ‘আসলে সাফল্য আসবে-যাবে। এটি চিরস্থায়ী নয়। কিন্তু বাড়িতে এক অন্য শান্তি। আমার জীবনেও অনেক কাছের মানুষ আছেন। আমিও কারও বোন, কারও মেয়ে, কারও আবার সঙ্গী। জনপ্রিয়তা যার যার নিজের জায়গায়। আমি আসলে এই জীবনকে খুব উপভোগ করি।’ রাশমিকার মুখে ‘কারও সঙ্গী’ কথাটা শুনে ভীষণই খুশি ভক্তরা। অবশেষে অভিনেত্রী স্বীকার করেছেন, তারও একজন সঙ্গী রয়েছেন। রাশমিকা সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও সঙ্গীর নাম গোপন রেখেছেন। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন পুরুষের মধ্যে সবচেয়ে বেশি কোন বিষয়টিতে তার সবচেয়ে বেশি আকর্ষণ? অভিনেত্রীর কথায়, ‘চোখ হলো মানুষের আত্মার জানালা। এমন লোকদের প্রতি আকৃষ্ট হই যাদের মুখে হাসি আছে। আমি এমন লোকদের পছন্দ করি যারা চারপাশের মানুষকে সম্মান করেন।’
সম্প্রতি জিমে গিয়ে আহত হওয়ার পর রাশমিকা মান্দানার নিত্যসঙ্গী এখন হুইল চেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না এই তারকা। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার আপডেট দেওয়ার পাশাপাশি ‘ছাবা’ ছবির কথা জানিয়েছেন রাশমিকা।
‘ছাবা’ সিনেমা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা। এ ছাড়া সালমান খানের বিপরীতে সিকান্দার ছবিতেও দেখা যাবে এই অভিনেত্রীকে

আরও পড়ুন