শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫
ঢালিউড তারকা অপু বিশ্বাসকে ছাড়াই উদ্বোধন হলো ঢাকার কামরাঙ্গীরচরের ‘সোনার থালা’ রেস্তোরাঁ। নির্ধারিত ছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কিন্তু স্থানীয় কিছু মানুষের আপত্তির কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হয়। ঘটনার পর কামরাঙ্গীরচর থানায় অভিযোগ জানানো হলে, পুলিশের হস্তক্ষেপে অপু বিশ্বাসের উপস্থিতি ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়।
এরপর ঘটনা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, রেস্তোরাঁর মালিকপক্ষ তাকে জানান, বিদ্যুৎ সমস্যার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।
তাকে একটি ভিডিও মেসেজ পাঠাতে অনুরোধ করা হয়। বিস্ময়ের সুরে অপু বলেন, ‘এটা আমাকে বেশ অবাক করেছিল। কারণ আমি এর আগেও এমন অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি।’
এর আগেও ৩ মাসের ব্যবধানে একই কায়দায় চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমনি বাধার মুখে পড়েছেন। ২ অভিনেত্রীর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে আলোচনা চলছে। শীঘ্রই এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন বিভিন্ন অভিনয়শিল্পী ও নির্মাতা।