নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়।

 শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত।  শুক্রবার (৩১ জানুয়ারি) এই নামাজে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।এদিন দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।
দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে ঢাকা ও গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মানুষ ইজতেমা ময়দানে সমবেত হন। মুসল্লিদের অনেকে জানিয়েছেন, দেশের বৃহত্তম জুমার নামাজে অংশগ্রহণের জন্যই তারা এসেছেন।
এবারের ইজতেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ী নেজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

আরও পড়ুন