নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপির মির্জা আব্বাস বলেন, ‘শুধু অবৈধ টাকা লুটকারী ব্যবসায়ী না, সচিবালয়ে খোঁজ নেন আওয়ামীলীগ। ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত। এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। পাকিস্তানে ট্রেন থেকে ১৫৫ যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৭ জঙ্গি। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা। খালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে। চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪। নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানাল হাইকোর্ট।

সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশমুখে মানুষের ভিড়।

আমার দেশ ২৪
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
বইমেলার পঞ্চম দিন। বিকালে সোহরাওয়ার্দী উদ্যান অংশের প্রবেশমুখে মানুষের ভিড়বাড়ছে। প্রবেশমুখে তল্লাশি করে সবাইকে ঢুকতে দিচ্ছে পুলিশ। মেলায় সন্ধ্যার আগ মুহূর্তে ভিড় আরও বাড়তে লাগল।
মেলার প্রথম শুক্রবারের অপেক্ষায় ছিল প্রকাশনীগুলো। কিন্তু শুক্রবার আসার আগেই ভিড় বেড়েছে। সঙ্গে বেড়েছে বিক্রিও। মেলার প্রথম দুদিন ছাড়া পরবর্তী দিনগুলোতে কম-বেশি ধারাবাহিকভাবে পাঠকদের মেলায় আগমন ঘটেছে। এ নিয়ে আশার সঞ্চার হয়েছে প্রকাশনীগুলোতেও।
মেলার প্রবেশ পথে কথা হয় শহিদুল ইসলামের সঙ্গে। ধানমন্ডি থেকে বইমেলায় এসেছেন তিনি। তিনি জানান, দ্বিতীয় দিনে বইমেলায় এসেছিলাম, আজও (গতকাল) এলাম। বইমেলা একটা উৎসবের মতো। এখানে এলেই ভালো লাগে। প্রথম দিনে কোনো বই কেনা হয়নি। সেদিন কয়েকটি বই দেখে গিয়েছিলাম, দেখি এখন কিনতে পারি কি না।
লেকপাড়ে বইয়ের ব্যাগ হাতে বসে ছিলেন ইজাজ আহমেদ। তিনি দুটি বই কিনেছেন। এর মধ্যে একটি ছোট গল্পের অন্যটি উপন্যাস। তার কেনা বইয়ের বিষয়ে কথা হলে তিনি বলেন, ছোট গল্প আমার বেশ প্রিয়। আমি নিয়মিত গল্প পড়ি। প্রতি বছর বইমেলা থেকে গল্পের বই কেনা হয়। এবার যার বই কিনেছি তিনি খুব একটা নামকরা লেখক নন। তবে তার গল্পগুলো ভালো। উপন্যাস পড়ি কিন্তু খুব কম। কারণ দীর্ঘসময় পড়তে হয়। তবে শুধু এ কারণেই পড়ি যে এর একটি পরিণতি থাকে। কবিতার বই আমি তেমন পড়ি না। কবিতার ভাষা তেমন বুঝে উঠতে পারি না। এরপর পৃষ্ঠা ১১ কলাম ৪
শোভা প্রকাশে কথা হয় বিক্রয় প্রতিনিধি মহিউদ্দিন সরকারের সঙ্গে। তিনি বলেন, মেলায় ভিড় বাড়ছে। বিক্রিও হচ্ছে। প্রথম দুদিনে পাঠকদের কম উপস্থিতি দেখে ভেবেছিলাম বিক্রি বাড়তে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এখন বেশি। হয়তো মেলার মাঝামাঝি সময়ে বা শেষের দিকে কিনবেন। কিন্তু তারা স্টলে এলেই ভালো লাগে। পাঠকরা স্টলে আসবেন, বই দেখবেন পরে পছন্দ হলে কিনবেন এমনই তো রীতি।
অবসর প্রকাশনের বিক্রয় প্রতিনিধি ইলিয়াস উদ্দিন বলেন, এখনও সব বই আসেনি। ১০-১৫টি নতুন বই এসেছে। বাকিগুলো দ্রæতই আসবে। মেলায় ভিড় বাড়ছে, সেহেতু আমাদের বইগুলোও যথাসম্ভব দ্রæত আনার চেষ্টা করা হচ্ছে।অন্যধারা প্রকাশনীর ইমা আক্তার বলেন, আমাদের এখানে বিক্রি ভালো। যেহেতু সব ধরনের বই-ই আমাদের এখানে আছে সেহেতু সব ধরনের পাঠকরাই এখানে আসছেন। মেলায় যথেষ্ট ভিড়। সেই সঙ্গে আমাদের প্রকাশনীতেও ভিড় আছে। সামনে এ ভিড় বাড়বে।
আগামী প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি রাহুল কর্মকার বলেন, সন্ধ্যার আগ মুহূর্তে মেলায় ভিড় বাড়ে, এটি বরাবরই। এবারও এমনটাই হচ্ছে। আমরা দেখছি যে এবার তৃতীয় দিন থেকেই মোটামুটি ভিড় বেড়েছে। এটি প্রকাশনীর জন্য খুবই ভালো। শুক্রবার থেকে পাঠকদের আনাগোনা আরও বাড়বে।
এদিন সন্ধ্যায় অন্য প্রকাশের সামনে দেখা হয় নাহিদুল ইসলামের সঙ্গে। তিনি তার ছেলে আর ভাইপোকে নিয়ে মেলায় এসেছেন। তাদের কিনে দিয়েছেন গল্প আর ছড়ার বই। তার সঙ্গে কথা হলে তিনি  মঙ্গলবার থেকেই ওরা বলছিল মেলা দেখতে যাবে। অফিস ছুটি নেই। তবুও আসতে হলো। শুক্রবার আবার ওদের নিয়ে আসতে হবে। তবে এটি এক ধরনের খুশির যে, ওরা মোবাইল ছেড়ে বইমেলায় আসতে চেয়েছে। ওদের পছন্দমতোই বই কিনে দিয়েছি।
গতকাল মেলা শুরু হয় বেলা ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। মেলায় নতুন বই এসেছে ৯৮টি। প্রথম দিনের হিসাব ছাড়া পঞ্চম দিন পর্যন্ত মোট বই এলো ১৯০টি।
মূলমঞ্চ: এদিন বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দিন হোসেন : প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশ নেন আবুল ফজল। সভাপতিত্ব করেন শহীদ ইকবাল।লেখক বলছি মঞ্চ: গতকাল লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন, কবি রেজাউদ্দিন স্টালিন এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শিবলী আজাদ।

আরও পড়ুন