নিউজ ডেক্স।
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক ও তাঁর ছেলে রাহার মালেকের মোট ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। আজ গতকাল বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
২৮টি হিসাবের মধ্যে জাহিদ মালেকের ১৬টি ও রাহার মালেকের ১২টি।এ দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক পৃথক দুই আবেদনে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিশাল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।