নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিচারপতি ইনায়েতুর রহিম ও এমপি ইকবালুর রহিমের বাড়িতে আগুন।

আমার দেশ২৪
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সাবেক আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিমের  বাসভবন দ্বিতীয়বারের মতো ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষিপ্ত ছাত্র-জনতা।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শত শত জনতা দিনাজপুরের সাবেক হুইপ ও সাবেক আপিল বিভাগের বিচারপতির বাসভবন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গুঁড়িয়ে দেয়।
দেখা গেছে, কেউ কেউ সাবেক সংসদ সদস্যের বাড়ির ইট ও লোহার রড খুলে নিয়ে যাচ্ছে। রাতেই প্রাচীরের গেট খুলে নিয়ে গিয়েছে। কেউ কেউ সকাল থেকেই ইট অটোরিকশায় নিয়ে যাচ্ছে আবার কেউ প্রাচীদের পিলার ভেঙে ইট ও লোহার রড বের করে বাড়ি নিয়ে যাচ্ছে।
একই দিন আওয়ামী লীগের জেলা কার্যালয়, সদর আওয়ামী লীগের কার্যালয়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, খানসামা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
সাবেক ইকবাল রহিমের বাড়ি পরিদর্শনে আসা কয়েকজন জনতা জানায়, ইকবালুর রহিমের দাম্ভিকতা ও মানুষের সঙ্গে দুর্ব্যবহার রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন না করা, নিজের দলীয় নেতাকর্মী ও নিজের পকেট ভারি করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। তার ওপর তিক্ত ক্ষোভ ও ক্রোধের বহিঃপ্রকাশ স্বরূপ দ্বিতীয়বার তার বাসভবনের প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সাবেক হুইপ ও সাবেক আপিল বিভাগের বিচারপতির বাসভবন প্রথমবারের মতো অগ্নিসংযোগ ভাঙচুর করেছে ছাত্র-জনতা।

আরও পড়ুন