আমার দেশ ২৪
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫
টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে চট্টগ্রাম প্রথম কোয়ালিফায়ারে পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি একাই ধসিয়ে দিয়েছে চিটাগাং কিংসকে। প্রথমবারের মত বিপিএল খেলতে নেমে সেদিন নিয়েছিলেন ৫ উইকেট। তাছাড়া দলটির টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয় এতদিন নিজেকে মেলে ধরতে না পারলেও কোয়ালিফায়ারে দুর্দান্ত ব্যাটিং করেছেন।
এছাড়া তামিম, ডেভিড মালান, মুশফিক, মাহমুদউল্লাহরাতো রয়েছেনই। মোহাম্মদ নবী, কাইল মায়ার্সদের মত অল রাউন্ডারের পাশাপাশি তানভীর ইসলাম, এবাদত হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ আলীরা রয়েছেন বল হাতে বেশ ভালো ফর্মে।
অপরদিকে প্রথম কোয়ালিফায়ারে গোহারা হেরে যাওয়া চিটাগাং কিংস দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতেছে লড়াই করে একেবারে শেষ বলে। দলটির ব্যাটারদের মধ্যে খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, গ্রাহাম ক্লার্করা অবশ্য নেই ধারাবাহিকতায়। শামীম হোসেন কিছুটা ধারাবাহিক হলেও পাকিস্তানি হায়দার আলি হয়ে উঠতে পারেন বরিশালের দুশ্চিন্তার কারণ।
বল হাতে পেসার খালেদ আহমেদ রয়েছেন দুর্দান্ত ফর্মে। এছাড়া শরীফুল এবং বেনুরা ফার্নান্ডোর পেসের পাশাপাশি আলিস আল ইসলাম, আরাফাত সানির স্পিনও চিটাগাং এর ভরসার নাম হতে পারে। তবে শক্তি সামর্থ্যে আপাতদৃষ্টিতে এগিয়ে রাখতে হবে বরিশালকেই। তবে মাঠের লড়াই হচ্ছে আসল। সে লড়াইয়ে শেষ হাসিটা কার সেটাই এখন দেখার অপেক্ষা।