নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিএনপির মির্জা আব্বাস বলেন, ‘শুধু অবৈধ টাকা লুটকারী ব্যবসায়ী না, সচিবালয়ে খোঁজ নেন আওয়ামীলীগ। ৬৮ জন বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত। এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন। কতিপয় নেতাকর্মীর আবির্ভাব কোনোভাবেই বরদাস্ত করা হবেনা। পাকিস্তানে ট্রেন থেকে ১৫৫ যাত্রী উদ্ধার, অভিযানে নিহত ২৭ জঙ্গি। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রায় পুলিশের বাধা। খালের গুরুত্বপূর্ণ পয়েন্টে খনন করলে আগামী বর্ষায় জলাবদ্ধতা হ্রাস পাবে। চট্টগ্রাম বিমানবন্দরে মোয়াল্লেমের ব্যাগ থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার। নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪। নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানাল হাইকোর্ট।

চুমুকাণ্ডে উদিতকে খোঁচা দিয়ে যা বললেন ফারহা খান।

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বর্ষীয়ান শিল্পী উদিত নারায়ণ। সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝেই তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন। তার এমন আচরণে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে গায়কের বয়স এবং সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।
এদিকে চুমু কাণ্ডে উদিতকে খোঁচা দিতে পিছপা হলেন না বলিউড পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার ফারহা খান। তিনি বলেন, ‘আমার সঙ্গেও উদিতজির মতো করো একটু।’ তবে নেটিজেনদের প্রশ্ন, কার কাছে চুমু চাইতে গিয়ে উদিত নারায়ণকে এভাবে খোঁচা দিলেন ফারহা খান।
ফারহা খানের সঙ্গে সানিয়া মির্জার দীর্ঘদিনের বন্ধুত্ব। মাঝেমধ্যেই তারা আড্ডা দেন। তেমনই এক দুপুরে সম্প্রতি ছেলেকে নিয়ে বলিউড পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সানিয়া মির্জা। মজার এক কাণ্ড ঘটে সেখানে, ফারহার ব্লগেই সেটা ফাঁস হয়।
সানিয়ার সঙ্গে ফারহাকে রান্না করতেও দেখা যায়। দুপুরের খাবারের পর সানিয়া পুত্র ইজান ফারহার বাড়িতেই খেলছিল। তবে খুদের বল কেড়ে নিয়ে ফারহা চুমুর আবদার করেন। আর সেটা করতে গিয়েই পরিচালককে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে উদিতজির মতো করো, আমাকে একটা চুমু খাও।’
এদিকে চুমুকাণ্ডের কারণে নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী উদিত নারায়ণ। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকের আসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে।
অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক তরুণী অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন ওই তরুণী। মুহূর্তেই এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যায়। এমন বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন উদিত নারায়ণ।

আরও পড়ুন